মোহাম্মদপুরে জোড়াখুন: গৃহকর্মীর সহযোগী গ্রেফতার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫২ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মামেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিসহ দুই কয়েদির মৃত্যু

এডিসি জুয়েল রানা জানান, হত্যাকাণ্ডের পর আয়েশা তার স্বামী রাব্বীকে ঘটনা জানায়। এরপর রাব্বী তাকে ঢাকা থেকে পালাতে সহায়তা করে। নলছিটির দাদা শ্বশুরের বাড়িতে তারা আত্মগোপনে ছিল। সেখান থেকেই মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন: গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা উদ্ধার, বিপুল জাল নোটসহ গ্রেপ্তার ৩

পুলিশ জানায়, জোড়া খুনের প্রায় ছয় মাস আগে মোহাম্মদপুরের বছিলায় একটি বাসায় চুরি করেছিলেন আয়েশা। সে সময় তার বিরুদ্ধে অভিযোগও করা হয়েছিল। সেই অভিযোগ থেকেই তার পরিচয় ও গতিবিধি নিয়ে তদন্ত শুরু হয়, যা পরবর্তীতে তাকে গ্রেপ্তারের সূত্র দেয়।

এর আগে সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ১৪ তলা এক আবাসিক ভবনের সপ্তম তলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার নবম শ্রেণির শিক্ষার্থী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।

তদন্ত সূত্র জানায়, ঘটনার দিন সকাল ৭টা ৫২ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকে গৃহকর্মী আয়েশা। সাড়ে ৯টার দিকে মামেয়েকে খুন করে নাফিসার স্কুলড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। এই হত্যার ঘটনায় নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম সোমবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন।