পেঁয়াজ আমদানির অনুমতি সোমবার

MIZANUR RAHMAN
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ০৪ জুন ২০২৩ | আপডেট: ৩:২৬ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

সারাদেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

আজ কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুইয়া এক বার্তায় এ তথ্য জানান। 

আরও পড়ুন: আজ থেকে ভোজ্যতেলের নতুন দাম কার্যকর

বার্তায় জানানো হয়, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এদিকে বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগে ছিল ৭০-৭৫ টাকা। আর এক মাস আগে একই পেঁয়াজের দাম ছিল ৫০-৫৫ টাকা।

আরও পড়ুন: একদিনেই দাম কমলো পেঁয়াজের