মূল্যছাড়ে বাণিজ্য মেলায় বিক্রি বৃদ্ধি

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:৩৪ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেষদিকে এসে মূল্যছাড় পেয়ে বাণিজ্য মেলায় ক্রেতারা প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন। পোশাক, আসবাবপত্র, কসমেটিকস, গৃহস্থালি পণ্য কিংবা হস্তশিল্পের বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৪০ থেকে ৭০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দেখা যায় বাণিজ্য মেলায় ৫০ থেকে হাজার টাকার হরেক ডিজাইনের গহনায় জমজমাট বেচাকেনা।

আরও পড়ুন: প্রথম ১০ দিনে অনলাইনে ই-রিটার্ন দাখিল করলেন ৯৬ হাজারের বেশি করদাতা

পোশাক থেকে প্রসাধনী; গৃহস্থালি থেকে গৃহসজ্জা ক্রেতারা ঘুরে দেখতে বাদ দিচ্ছে না কোনো স্টল। ভারতীয় স্টলগুলোয় প্রাধান্য পাচ্ছে বিভিন্ন ধরনের কাশ্মীরি শাল ও মাফলার। মেলায় ১ হাজার ৬০০ টাকা থেকে ১৮ হাজার টাকায় মিলছে একেকটি শাল। নানা নকশার ভারতীয় নাগরা, চটি, চপ্পল ক্রেতাদের টানছে আলাদা করে। যেগুলোর দাম হাঁকা হচ্ছে ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাাজর ৫০০ টাকা।

এছাড়া দৃষ্টিনন্দন সব আলোকবাতির জন্য আলাদা নজর কাড়ছে তুর্কি স্টল। এসব আলোকবাতির দাম পড়ছে ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। পছন্দের তালিকায় আছে বাদামি আভার ক্রিস্টাল প্লেট: হাতে ফুটিয়ে তোলা নকশায় সিরামিকের বাটি। 

আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা

বিক্রি বাড়াতে এসব পণ্যে আছে মূল্যছাড় কিংবা আর্কষণীয় গিফট। শুরুতে কম হলেও শেষদিকের বেচাকেনায় হাসি ফিরছে বিক্রেতাদের মুখে। এক বিক্রেতা বলেন, বিক্রি বেড়েছে। ৫০০ টাকা থেকে ৬০০ টাকা সিএনজি ভাড়া খরচ করে মেলায় এসে কিছু না কিনে খালি হাতে যেতে চান না অনেকেই। সাপ্তাহিক ছুটির দিনগুলো ক্রেতা ও দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার বাণিজ্য মেলায় অন্তত ৭০ থেকে ৮০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে বলে জানায় মেলা কর্তৃপক্ষ। 

গত ২১ জানুয়ারি শুরু হওয়া ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। এবারের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট মূল্য ৫০ টাকা। আর শিশুদের টিকিটের মূল্য ৩০ টাকা।