চলতি মাসে বাড়েনি এলপি গ্যাসের দাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ৩:২১ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৫
এলপি গ্যাস। ছবিঃ সংগৃহীত
এলপি গ্যাস। ছবিঃ সংগৃহীত

এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য ঘোষণা করা হয়েছে। ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা

বিইআরসি চেয়ারম্যান জানান, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ওই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত