ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৮ অপরাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে দিল্লি সরকার বাংলাদেশকে আগে থেকে অবহিত করেনি। তবে এ বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত কোনো শঙ্কা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

তিনি বলেন, ‘দূতাবাস ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। তারা এতে সন্তুষ্ট কি না, সেটি ভারতের নিজস্ব বিবেচনার বিষয়।’

এর আগে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে। তবে ঢাকায় অবস্থিত হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশন খোলা থাকবে এবং কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানানো হয়।

আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

ব্রিফিংয়ে আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর হাদির যুক্তরাজ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে তার নিয়োগ বহাল রয়েছে।

নির্বাচন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর আচরণ এখন পর্যন্ত সংযত। বড় ধরনের কোনো সহিংসতা হলে তা নির্বাচনে অংশ না নেওয়া দলগুলোর দিক থেকেই আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।