অস্থির বাজারে বাড়ছে ভোজ্যতেলের দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:২২ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোজ্যতেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থিরতার মধ্যেই বোতলজাত ও খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম সমন্বয় করা হয়েছে। তবে নতুন দামের তালিকা ব্যবসায়ীরা শিগগিরই জানাবেন।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ভোজ্যতেলের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছিলেন ব্যবসায়ীরা। এর ধারাবাহিকতায় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দাম বাড়ানোর ঘোষণা আসে।

অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য ওঠানামা করলেও বাংলাদেশে তার প্রভাব সব সময় উল্টোভাবে পড়ে। এতে করে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না, বরং দিন দিন আরও বাড়ছে।