শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একীভূতকরণের প্রক্রিয়াধীন শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই বিনিয়োগকারীদের এ সিদ্ধান্ত জানানো হয় বলে নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

বিএসইসি’র নির্দেশে যেসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ করা হয়েছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

এর আগে বুধবার এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক বিলুপ্ত ঘোষণা করে এবং প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংকগুলো মারাত্মক আর্থিক সংকটে রয়েছে। ফলে, এসব ব্যাংকের শেয়ারের মূল্য কার্যত ‘শূন্য’ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান আর্থিক অবস্থায় এসব ব্যাংকের শেয়ারধারীরা কোনো অর্থ ফেরত পাবেন না।

গভর্নরের ঘোষণার পর থেকেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। বৃহস্পতিবার সকালে বিএসইসি লেনদেন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

তবে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএসইসি এই সিদ্ধান্তে বিলম্ব করেছে, যার ফলে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছেন। তাদের মতে, সরকার যখন ব্যাংকগুলো একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনই বিএসইসি লেনদেন স্থগিত করলে নতুন বিনিয়োগকারীরা আর ক্ষতিগ্রস্ত হতেন না।