ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:০০ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত ব্যবসায়ীরা হঠাৎ গ্রহণ করেছে, তার কোনো আইনগত ভিত্তি নেই এবং এ বিষয়ে সরকারের সম্মতিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

তেলের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীরা সরকারের অনুমতি নিয়েছে কি না— জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমাদের কোনও সম্মতি নেয়নি তারা। আমাদের সঙ্গে তাদের কথা হয়নি। আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি; বৈঠক শেষে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো।”

তিনি জানান, সকল কোম্পানি একসঙ্গে সমন্বিতভাবে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা সরকারের সঙ্গে আলোচনাহীন এবং আইনগত ভিত্তিহীন।

আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম কমল, ২২ ক্যারেট ভরিতে ১ হাজার ৫০ টাকা হ্রাস

শেখ বশিরউদ্দীন বলেন, “গতকালই ক্রয় কমিটিতে ৫০ লাখ লিটার সয়াবিন এবং ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যদি আমরা দরপত্রের মাধ্যমে কমদামে তেল কিনতে পারি, তাহলে বাজারে এত বেশি দামে বিক্রি করার যৌক্তিকতা কোথায়— সেটা বুঝে পাচ্ছি না।”

কোম্পানিগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “নিয়ন্ত্রণ আছে কি নেই, সেটা আমাদের পদক্ষেপেই বুঝতে পারবেন। নিশ্চয়ই নিয়ন্ত্রণ আছে।”

মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা কীভাবে দাম বাড়াল— এমন প্রশ্নে তিনি বলেন, “সেটা ব্যবসায়ীদের জিজ্ঞাসা করুন। আমরা অবশ্যই পদক্ষেপ নেব। আলোচনায় বসেছি। আগেও তারা দাম বাড়াতে চেয়েছিল; আমরা একমত হইনি বলে বাড়াতে পারেনি। এবার যদি আইন লঙ্ঘন হয়ে থাকে, দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।”