প্রতারণা ঠেকাতে শিক্ষক কল্যাণ ট্রাস্টের সতর্কতা
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন কল্যাণ সুবিধা বা অর্থ পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে দ্বিতীয় দফায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সংস্থাটির আইন অনুযায়ী এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণ কল্যাণ সুবিধা পেয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কল্যাণ ট্রাস্ট হতে অতিরিক্ত কল্যাণ সুবিধা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে উল্লেখিত মোবাইল নাম্বার (01327691358. 01866549271, 01951482355, 01406189738, 01808046636. 01871813109, 01301126889, 01997375756. ০১৮৭১৮১৩১০৯, 01723671194, 01301141842, ০১৭০৫৮৯৪৭২৯, 01737322957, 01808046636. ও 0188৫৮৮১১৬৮৫) থেকে কল্যাণ ট্রাস্টের সচিব, কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদ-পদবী উল্লেখপূর্বক বিভিন্ন পরিচয়ে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সাথে প্রতারকচক্র যোগাযোগ করে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
এরূপ অভিযোগের ভিত্তিতে লালবাগ থানায় একাধিক সাধারণ ডায়েরী করা হয়েছে। সাধারণ ডায়েরী নাম্বার-১৪৬২, তারিখ- ৩০-০৯- ২০১৯ ও সাধারণ ডায়েরী নাম্বার-১৩৩৯ তারিখ- ৩০/০৫/২০২২, সাইবার ক্রাইমে মামলা তদন্তাধিন রয়েছেন।
কল্যাণ ট্রাস্টের আইন অনুযায়ী এককালীন কল্যাণ সুবিধার টাকা পাওয়ার পর পুনরায় অতিরিক্ত টাকা পাবার কোন সুযোগ নেই। প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করা হলো। যদি কোন শিক্ষক/কর্মচারীকে প্রতারক চক্র কল করে টাকা দাবি করে তাহলে ০১৮১৭০৯২০৮৯ নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য





