রাবিতে বিলবোর্ড স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

AK Azad
রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৪ | আপডেট: ৪:০৫ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসে ব্যানার ও পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট বিলবোর্ড স্থাপনের দাবিতে প্রক্টরের কাছে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের কাছে চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে, প্রতীকি বিলবোর্ড স্থাপন করে তারা।

স্মারকলিপিতে উল্লেখিত ৪দফা দাবি হলো:
১. একাডেমিক ও প্রশাসনিক ভবনের দেওয়ালে পোস্টার নিষিদ্ধ করে কেবল পিলারে অনুমতি দেওয়া।
২. ব্যানার-ফেস্টুনের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ।
৩. ক্যাম্পাসে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণা সীমিতকরণ।
৪. নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং অপপ্রচারের শিকার হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, “ছাত্রদল ব্যানার ও ফেস্টুনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে বদ্ধপরিকর। আমরা প্রশাসনের কাছে এই বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও প্রকাশের দাবি জানিয়েছি। প্রক্টর স্যারের সাথে এ নিয়ে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “আমরা শিক্ষার্থীবান্ধব রাজনীতির মাধ্যমে ছাত্রদলের ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছি।”

এ সময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য শেখ নূর উদ্দিন আবির, মো. আবু সাঈদ,  জাকির রেদোয়ানসহ হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।