রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ: উমামা ফাতেমা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। তিনি এ কমিটিকে ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি’ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে আমি এবং কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম।”

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

তিনি আরও বলেন, “২০২৩ সালের ১৬ জুলাই আবু সাঈদের শাহাদতের পর শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার সাহস পেয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই আবার গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। এটি স্পষ্টতই জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি।”

কমিটি বাতিলের দাবিতে হুঁশিয়ারি উচ্চারণ করে উমামা বলেন, “আজ (শুক্রবার) রাতের মধ্যেই যদি কমিটি স্থগিত না করা হয়, তাহলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।”

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

ঢাবির হলে ছাত্ররাজনীতির অনুমোদন না থাকা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রসমাজে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।