শেষ হলো ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৩ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ রোববার (৭ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। জানাচ্ছেন নানা প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা। গতকাল (শনিবার) ছুটির দিন হওয়ায় ক্যাম্পাস ফাঁকা থাকলেও প্রচারণা জমে ওঠে মূলত হলকেন্দ্রিক।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

দিনের শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, “অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে একতার ভিত্তিতে সুস্থ রাজনৈতিক চর্চা গড়ে তোলা দরকার।” নির্বাচিত হলে নারী হেনস্তা রোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি।

অন্যদিকে, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা আশা করি মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে উৎসাহিত করছি।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

অমর একুশে হলে প্রচারণা চালান এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার। তারা সাংবাদিকদের কাছে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এদিকে বিকালে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণে স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। একইসঙ্গে ছাত্রদল চিফ রিটার্নিং অফিসার বরাবর অভিযোগপত্র জমা দেয়।

প্রচারণা শেষে হাতে থাকবে মাত্র একদিন। এরপর আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। সব শঙ্কা ও উত্তেজনা ছাপিয়ে সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে—এমনটাই প্রত্যাশা সবার।