৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

Sanchoy Biswas
শাহরিয়ার ইসলাম
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল কমিশন কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে—যা প্রিলিমিনারি পরীক্ষার মাত্র ৬৯ দিন পর। প্রার্থীদের জন্য, বিশেষ করে প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় অংশ নিতে যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, এত অল্প সময়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করা কঠিন হয়ে পড়ছে বলে দাবি সংগঠনটির।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পিএসসি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের যে উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক হলেও প্রিলি-পরবর্তী দুই মাসের কম সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার নজির পূর্বে নেই। শিক্ষার্থীদের দাবি—এতো দ্রুত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলে মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাহত হবে এবং প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন।

ছাত্রশিবির আরও জানায়, নিকট অতীতে বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ফল প্রকাশের পর লিখিত পরীক্ষা পর্যন্ত কমপক্ষে ছয় মাস বিরতি দেওয়া হয়েছে। সেই তুলনায় ৪৭তম বিসিএসের সময়সূচি অস্বাভাবিকভাবে দ্রুত নির্ধারণ করা হয়েছে বলে তাদের দাবি।

আরও পড়ুন: জ্যোতির্বিদদের অনুসন্ধানে উন্মোচিত মহাবিশ্বের রহস্য

পরীক্ষার্থীদের উপযুক্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি যৌক্তিকভাবে পুনর্নির্ধারণের জন্য পিএসসি’র প্রতি জোর আবেদন জানায় সংগঠনটি।