শহীদ মিনারে আজ ইনকিলাব মঞ্চের সর্বদলীয় সমাবেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (আজ) কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ভারতপন্থী কোনো ব্যক্তি বা দলকে এতে আমন্ত্রণ জানানো হয়নি বলে তিনি স্পষ্ট করেন।

আরও পড়ুন: পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবীদের হত্যার বিষয়টি অবান্তর: চবি উপ-উপাচার্য

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের খরচ জোগাতে মঞ্চের নেতাকর্মী ও হাদির পরিবার মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকা ধার করতে হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের কোনো ধরনের সহায়তা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। চিকিৎসকদের মতে, পরিবার বা রাষ্ট্র চাইলে তাকে বিদেশে নেওয়া সম্ভব।

হামলার প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, শরিফ ওসমান হাদি দীর্ঘদিন ধরেই হত্যাহুমকি পাচ্ছিলেন এবং বিষয়টি জানিয়ে আগেই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। হামলার ঘটনার পর যেসব সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, তা ইনকিলাব মঞ্চ নিজ উদ্যোগেই করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ছাত্র অধিকার পরিষদের ৫ দফা দাবি

জানা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে।

এর আগে শনিবার শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলগুলো এই সিদ্ধান্ত নেয়। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।