ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ক’ (বিজ্ঞান) ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: সাবেক সেনা কর্মকর্তা ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি’ আখ্যা দেওয়ার প্রতিবাদে জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন

সূত্র জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক পালন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট নোটিশ বোর্ডে নিয়মিত নজর রাখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সিকৃবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল