অন্তর্বর্তী সরকার ভারতের কোনো ‘নসিহত’শুনতে চায় না: পররাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে তারা নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিয়ত করেনি, তাহলে এখন কেন করছে?’

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত

দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ‘ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতে’ এই তলব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। ঢাকা দিল্লি সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনে এতে নতুন মাত্রা যোগ হলো কিনা বলা কঠিন।। ভারতে বাংলাদেশের মিশন ছোট করা হবে কিনা এখনও ভাবা হয়নি। প্রয়োজনে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন: ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘হাসনাত সরকারের কোনো অংশ নয়। তার বক্তব্য সরকারের বক্তব্য নয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয় না। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন প্রশ্নই ওঠে না।’ একই সঙ্গে ঢাকা-দিল্লি সম্পর্ক নতুন মাত্রায় যাবে কি না—এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাকে এখন গণমাধ্যমেও কথা বলতে দেয়া হচ্ছে। ভারত যদি তাকে না থামায়, তাহলে বাংলাদেশ সরকারের পক্ষে তা থামানো সম্ভব নয়।’

তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ট্রাভেল ডকুমেন্টসের জন্য আবেদন করেননি। আবেদন করা হলে তা দ্রুত সরবরাহ করা হবে।