বিমানে উঠেছে হাদির কফিন: ইনকিলাব মঞ্চ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে উঠেছে শহীদ শরিফ ওসমান হাদির কফিন। সিঙ্গাপুরের স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টা ৫০ মিনিটে বিমানটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

শুক্রবার ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভে অচল সড়ক

জাবের আরও বলেন, ‘হাদি ভাইয়ের কফিন বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।’

ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার জোহর নামাজের পর মানিক মিয়া অ্যা‌ভি‌নি‌উয়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের

এর আগে বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন হাদি।

গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।