ঈদে আসছে জায়েদ খানের নতুন সিনেমা 'সোনার চর'

প্রায় এক যুগ পর ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত নতুন সিনেমা 'সোনার চর'। ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার।'সোনার চর' নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সিনেমায় একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ। আর এ সিনেমা দিয়ে তিনি প্রথমবারের মতো মুখোমুখি হবেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের।
জায়েদ খান বলেন, "আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা 'সোনার চর'। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা দর্শক বুঝতে পারবেন।"
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
'সোনার চর' সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন নবীন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ওমর সানী। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, "আশা করি 'সোনার চর' দর্শকদের ভালো লাগবে। ঈদের সময় সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে।"
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’