প্রকাশ্যে এলো ‘তুফান’ এর ফার্স্ট লুক

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৪ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদে মুক্তি পেতে যাওয়া ‘রাজকুমার’ সিনেমার তোড়জোড় চলছে। এর মাঝেই শাকিব খান অভিনীত আরেক সিনেমা ‘তুফান’র ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। পোস্টারটি প্রকাশ পেতেই নেটদুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।

‘তুফান’ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো রায়হান রাফির নির্দেশনায় অভিনয় করছেন শাকিব। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের এসভিএফ।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

বুধবার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন রাফি। পোস্টে ‘তুফান’ সিনেমায় শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ করেন এই নির্মাতা।

ক্যাপশনে রাফি লিখেছেন, ‘অগ্রিম শুভ জন্মদিন সুপারস্টার শাকিব খান। আপনাদের জন্য উপস্থাপন করছি ‘তুফান’র ফার্স্ট লুক।’

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

শুধু তিনিই নন, ‘তুফান’র ফার্স্ট লুকের পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে শাকিব লেখেন— তুফান লোডিং। সঙ্গে জুড়ে দেন একটি আগুনের ইমোজিও।

এদিকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাকিব। পোস্টারে এই নায়কের লুক দেখে বেশ প্রসংশাও করছেন নেটিজেনরা। বোঝাই যাচ্ছে— ‘রাজকিমার’র পরে ‘তুফান’র মাধ্যমে আরেকটি ধামাকা দিতে চলেছেন শাকিব।

প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদ-উল-আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিবের বিগ বাজেটের এই সিনেমা।