নোরা ফাতেহির চোখের জল, ইন্সটাগ্রামে মৃত্যুর বার্তা ভক্তদের উদ্বেগ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২১ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির এক আবেগঘন মুহূর্ত ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রোববার (৬ জুলাই) মুম্বাই এয়ারপোর্টে তাকে চোখের জল ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কালো সানগ্লাসে মুখ ঢেকেও অনুভূতির ছাপ স্পষ্ট ছিলো।


আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

এর আগে, একই দিনে ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন নোরা ফাতেহি। সেখানে লেখা ছিল, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ — যা সাধারণত কারো মৃত্যু সংবাদ জানাতে ব্যবহার করা হয়। এই স্টোরি প্রকাশের পর থেকেই নোরার ঘনিষ্ঠ কারো মৃত্যুর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। তবে ঠিক কাকে হারিয়েছেন নোরা, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।


আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

স্টোরি প্রকাশের এক ঘণ্টার মাথায় মুম্বাই বিমানবন্দরে দেখা যায় নোরাকে। সেখানে তাকে বিমর্ষ ও ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। ভক্তরা ছবি তুলতে এগিয়ে এলে, নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের সরিয়ে দেন।

এ বিষয়ে এখনো নোরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে তার আচরণ ও স্টোরির ভাষা দেখে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো পরিবারের খুব কাছের কোনো সদস্যকে হারিয়েছেন। ঘটনাটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেকে তার প্রতি সমবেদনা জানাচ্ছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস