পেট্রোল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:০২ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পেট্রোল ব্যবহার করে ভিডিও কনটেন্ট বানানোর সময় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০)। দুই দিন আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। বর্তমানে তিনি সিসিইউতে মৃত্যুশয্যায় লড়াই করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চার ওপর মাচা তৈরি করে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করছিলেন আল-আমিন। ভিডিওতে দেখা যায়, তিনি পানিতে অতিরিক্ত পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর পর মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে তার পুরো শরীরের প্রায় ৩৫-৪০ শতাংশ দগ্ধ হয়।

আরও পড়ুন: গোলাপি গাউনে ভক্তদের মুগ্ধ করলেন জয়া আহসান

দগ্ধ অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন।

আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ও খবর ছড়িয়ে পড়লে অসংখ্য ভক্ত ও নেটিজেন তার সুস্থতার কামনায় প্রার্থনা করছেন।

আরও পড়ুন: সিনেমার গান থেকে বিদায়ের ঘোষণা অরিজিৎ সিংয়ের, কারণ জানালেন নিজেই