বাথটাবের ছবিতে আবারো ট্রোলের শিকার শ্রাবন্তী

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০০ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবারও নতুন বিতর্কে আলোচনায়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার প্রতিটি পদক্ষেপই যেন নেটিজেনদের নজরে। এবার নিজের ইনস্টাগ্রামে বাথটাবে লাস্যময়ী ভঙ্গিমার একটি ছবি পোস্ট করতেই ফের ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেত্রী।

আরও পড়ুন: প্রথমবার পর্দায় ভিকি-দীপিকার জুটি

সম্প্রতি শেয়ার করা ওই ছবিতে দেখা যায়সাবানের ফেনাভর্তি বাথটাবে সোনালি রঙের বিকিনি পরে স্বভাবসুলভ হাসিতে মুখ উজ্জ্বল করে আছেন শ্রাবন্তী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন।’ ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুন: নতুন রূপে ফিরছেন অপু বিশ্বাস: দেখা যাবে এক ভিন্ন অপুকে

অসংখ্য অনুরাগী অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ লিখেছেন, ‘অসাধারণ চোখের চাহনি’; আবার কেউ মন্তব্য করেছেন, ‘ওয়াও, দারুণ!’ তবে প্রশংসার পাশাপাশি তীব্র সমালোচনারও শিকার হতে হয়েছে তাকে। এক নেটিজেন খোঁচা দিয়ে লিখেছেন, ‘বুড়ি হয়ে আর কত রং দেখাবে?’ আরেকজন ঠাট্টার ছলে বলেন, ‘ঠাণ্ডায় কত চান করো তা দেখাতে চাইছো?’

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নেটদুনিয়ায় প্রায়ই আলোচনা-সমালোচনা হয়। তিনবার বিবাহবিচ্ছেদের পরও অভিনেত্রীকে কেন্দ্র করে ট্রোলিং থামেনি। তার দুই প্রাক্তন স্বামী ইতোমধ্যেই নতুন জীবন শুরু করলেও শ্রাবন্তী একাই রয়েছেন। তবুও নানা বিতর্ক এবং সমালোচনা পাত্তা না দিয়ে পেশাগত জগতে সক্রিয় রয়েছেন তিনি, যা তার অনেক ভক্তের কাছে প্রশংসনীয়।