ময়ূরপঙ্খী তারকা পুরস্কার ২০২৫ পেলেন ব্যথা চিকিৎসার পথিকৃত ডা. মঞ্জুর এ খোদা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৭ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে “ময়ূরপঙ্খী তারকা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান”। এ অনুষ্ঠানে চিকিৎসা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী তারকা পুরস্কার ২০২৫ লাভ করেছেন দেশের প্রথম ও একমাত্র ইন্টারভেনশনাল বাত ব্যথা চিকিৎসা বিশেষজ্ঞ ডা. মঞ্জুর এ খোদা।

ডা. মঞ্জুর এ খোদা কাটাছেঁড়া ও ওষুধবিহীন পুনরুজ্জীবনী ব্যথানাশক প্রক্রিয়ার মাধ্যমে বাত ব্যথা চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখায় এই সম্মাননা পান। তিনি বর্তমানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ঢাকায় সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মেঘনা আলম

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. মঞ্জুর এ খোদার উদ্ভাবনী ও আধুনিক চিকিৎসা পদ্ধতি দীর্ঘদিন ধরে বাত ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছে। তার এই চিকিৎসা পদ্ধতি ব্যথা নিরাময়ে নিরাপদ, কার্যকর এবং রোগীবান্ধব হওয়ায় চিকিৎসা অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।

ময়ূরপঙ্খী তারকা পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আবারও ছবি প্রকাশ করে তুমুল আলোচনায় স্বস্তিকা মুখার্জি