দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি ঐক্য, ধৈর্য ও সতর্ক থাকার আহ্বান জানান।
বর্তমানে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে থাকলেও ডা. শফিকুর রহমান বলেন, তার মন ও চিন্তা জুড়ে রয়েছে বাংলাদেশ। তিনি নিয়মিত দেশের পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলেও উল্লেখ করেন।
আরও পড়ুন: ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বার্তায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করে জামায়াত আমির বলেন, ওসমান হাদি একটি আধিপত্যমুক্ত, স্বাধীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই আদর্শের জন্য সংগ্রাম করে শাহাদাত বরণ করেছেন। তিনি বিশ্বাস করেন, শহীদ হাদির রক্ত বৃথা যাবে না এবং ইনসাফের বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে।
হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই ন্যায়বিচার আদায় করতে হবে। একই সঙ্গে তিনি আন্দোলনকে কলুষিত করার যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি জানালেন ডা. জাহিদ
দেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির প্রথম আলো, ডেইলি স্টার ও প্রবীণ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম ভিত্তি এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
এছাড়া বিভিন্ন হাইকমিশন কার্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, আইন হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়। ধর্ম অবমাননার বিচার আদালতের মাধ্যমেই নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে স্যাবোটাজ সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হতে পারে এবং প্রশাসনের ভেতরে থাকা দোসরদের ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানান।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, শহীদ ওসমান হাদির রক্ত যেন জাতিকে ঐক্যবদ্ধ করে এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।





