নির্বাচনে অংশ নেবেন হিরো আলম, নিরাপত্তায় চান গানম্যান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৮ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি জানান, নির্বাচনের সিদ্ধান্ত প্রকাশের পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: গোলাপি গাউনে ভক্তদের মুগ্ধ করলেন জয়া আহসান

হিরো আলম জানান, বর্তমান পরিস্থিতিতে তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। সে কারণে তিনি শিগগিরই প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) পেতে আবেদন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে হিরো আলমের ওপর বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শিত হচ্ছে। তবে তিনি জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান, যদিও চারটি রাজনৈতিক দল – গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি – তাকে প্রার্থী হিসেবে প্রতীক দিতে প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: সিনেমার গান থেকে বিদায়ের ঘোষণা অরিজিৎ সিংয়ের, কারণ জানালেন নিজেই

হিরো আলম বলেন, দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মূখ্য। তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।

রাজনৈতিক অঙ্গনে তার সাহসী অবস্থান এবং নিয়মিত প্রচারণা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। এবার দলীয় প্রতীক না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ তার রাজনৈতিক যাত্রায় নতুন অধ্যায় হিসেবে গণ্য হবে।