সারাদেশে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, মোট প্রাণহানি ২৫৫
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে মশাবাহিত এই রোগে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহীতে ৩৯ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে সারাদেশের হাসপাতাল থেকে ৯৭১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৪৯২ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৬২ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, আবহাওয়া ও পানি জমে থাকা এলাকার কারণে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে চলেছে। তারা মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।





