ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৬৩৩

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২১৭ জন এবং বাকি রোগীরা ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ৯১ হাজার ৬০২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৯৪৯ জন। এ সময়ে মারা গেছেন ৩৬৭ জন।

ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে এর প্রাদুর্ভাব আরও বেড়ে যায়। তাই মশা নিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। সবাইকে ব্যক্তিগতভাবে সতর্ক থাকতে হবে।”

একই বিষয়ে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধু জেল-জরিমানা ও প্রচারণা বাড়িয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি বলেন, “সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। এতে ডেঙ্গু মোকাবিলায় কার্যকারিতা বাড়বে।”

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।