নাইজারে ব্যাপক লড়াই, ছয় সৈন্যসহ নিহত ১৬

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলে তুমুল লড়াইয়ে ৬ সৈন্যসহ নিহত হয়েছে ১৬ জন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের অভিযানে অংশ নেওয়া পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
এক বিবৃতিতে নাইজারের ন্যাশনাল গার্ড হাই কমান্ড জানিয়েছে, রবিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরের কাছে সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে এসে সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সেনারা পাল্টা জবাব দিলে দু'পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায়। এ ঘটনায় ৬ সৈন্য ও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।
সানামের অবস্থান এমন একটি এলাকায় যেখানে নাইজার সীমান্তের সঙ্গে মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত মিলেছে। আর এ অঞ্চলে জঙ্গি হামলা খুব সাধারণ ঘটনা।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কঠিন হুঁশিয়ারি দিলেন মোদি
এর আগে একই এলাকায় গত ৯ আগস্ট জঙ্গি হামলায় পাঁচ সৈন্য নিহত হয়।
উল্লেখ্য, গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজাউমকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসন ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।