ইউক্রেনের বাজারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি বাজারে বুধবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩২ জন। কর্মকর্তারা বলছে, এ মাসে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা এটি। খবর সিএনএন।
এদিকে এদিনই ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেনের সফরের জন্যই রাশিয়ার এই হামলা বলে কোনো কোনো কূটনীতিক মনে করছেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
জেলেনস্কি বলেছেন, ‘সন্ত্রাসী রাশিয়ার হামলায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। যাদের মৃত্যু হয়েছে, তাদের কেউ দোকানে গেছিলেন, কেউ ওষুধ কিনছিলেন। তাদের কারও কোনো দোষ ছিল না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
একাধিক দেশ এবং সংগঠন রাশিয়ার এই হামলার সমালোচনা করেছে। জাতিসংঘের ইউক্রেন বিষয়ক অফিসার ডেনিস ব্রাউন বলেছেন, 'অসংখ্য সাধারণ মানুষের উপর হামলা চালানো হয়েছে। নারী এবং শিশুরা আহত হয়েছেন। তাদের মৃত্যু হয়েছে।'
ইউরোপীয় ইউনিয়নও এই হামলার প্রতিবাদ করেছে। মস্কো ইউক্রেনের সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে বলে অভিযোগ করা হয়েছে। যারা এই আক্রমণের সঙ্গে যুক্ত তাদের উচিত শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে ইইউ।