বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৪ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৫৪ দশমিক ৭৬ ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়গুলোর একটি। আগের দিনই স্বর্ণের দাম ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।

রয়টার্স জানায়, মাত্র চারটি ট্রেডিং সেশনে স্বর্ণের দাম বেড়েছে ৫০০ ডলারের বেশি। এর আগে চলতি সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে স্বর্ণ।

আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোরের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয়, ট্রেন্ড অনুসরণকারী বিনিয়োগ তহবিলের সক্রিয়তা এবং নিরাপদ বিনিয়োগের প্রতি বাড়তি চাহিদাই দামের এই উল্লম্ফনের মূল কারণ। তিনি জানান, স্বল্পমেয়াদে দামে সামান্য সংশোধন আসতে পারে, তবে ২০২৬ সাল পর্যন্ত স্বর্ণের বাজার শক্ত অবস্থানে থাকবে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাও বাজারে বড় ভূমিকা রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পালটা প্রতিক্রিয়ার ইঙ্গিত দেয়, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী

অন্যদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাজার ধারণা করছে, জুনের পর সুদের হার কমতে পারে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, মূল্যস্ফীতি এখনও নির্ধারিত লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে।

অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির ঝুঁকি থেকে সুরক্ষার জন্য স্বর্ণকে ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। সুদের হার কম থাকলে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ২০২৫ সালে স্বর্ণের দাম বেড়েছিল ৬৪ শতাংশ এবং চলতি বছর এখন পর্যন্ত বেড়েছে ২৫ শতাংশের বেশি।

স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ভোক্তা বাজারেও। সাংহাই ও হংকংয়ের স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, সামনে দাম আরও বাড়তে পারে।

এদিকে, স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১১৮ দশমিক ৩৬ ডলারে। এর আগে রুপার দাম সর্বোচ্চ ১১৯ দশমিক ৩৪ ডলারে পৌঁছায়। পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে।