চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া মিসবাহ নামে পাঁচ বছরের শিশু মারা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দীর্ঘ চার ঘণ্টার উদ্ধার অভিযান শেষে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো. হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি ওইদিন বিকাল ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় নলকূপের গর্তে পড়ে যায়।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
শিশু মিসবাহ স্থানীয় দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, “নলকূপের গর্তে আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। বিকাল ৫টা ২০ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পাই। উদ্ধারকারী দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে।”
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ
রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিকাল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”





