নেতানিয়াহুকে হামাসের পাল্টা হুমকি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৫:২৪ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজারে। যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু। এমন পরিস্থিতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তার জবাবে পাল্টা হুমকি দিল হামাসও। 

রোববার (১০ ডিসেম্বর) গাজার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ইসরাইল। সেই সঙ্গে বিমান হামলা চালিয়েছে উত্তর গাজায়। হামাসকে দমনের জন্য গত ছয় সপ্তাহ ধরে গাজায় নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। খবর আলজাজিরা  

আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯৭ জনে।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথে। তিনি দ্রুত হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য