ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইরান

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বাহিনী উত্তর-পশ্চিম ইরানের উপর একটি গোয়েন্দা অভিযানের সময় ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, “সালমাস সীমান্ত অঞ্চলে ইসলামিক যোদ্ধারা (ইরানি বাহিনী) দেশের আকাশসীমা লঙ্ঘনকারী ইসরায়েলি ড্রোনগুলিকে সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে,” এবং আরও জানিয়েছে “ড্রোনগুলি গুপ্তচরবৃত্তি এবং গোয়েন্দা অভিযানের জন্য ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল”।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
ইসরায়েলি ধারাবাহিক হামলার পর শনিবার সকালে ইরান ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে কমপক্ষে দুইজন নিহত এবং কয়েক ডজন আহত হয়।
শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলার জবাবে সেদিন রাতে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। তবে কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েরের রামাত গান শহরের ৯টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে।