ট্রাম্পের ঘোষণার পর, বিশ্ববাজারে কমেছে তেলের দাম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে। এক সপ্তাহেরও বেশি সময় পর এটি তেলের সর্বনিম্ন মূল্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ জুন) বিশ্বব্যাপী শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয় এবং মার্কিন ডলারের দরপতন অব্যাহত থাকে। এর ফলে তেলের বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে যায় এবং দাম হ্রাস পায়।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
তথ্যমতে, অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে ৬৮.৭৯ ডলারে নেমে এসেছে। এটি ১১ জুনের পর সর্বনিম্ন মূল্য। দিনের শুরুতে ব্রেন্ট তেলের দাম ৪ শতাংশেরও বেশি কমেছিল।
অপরদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৫.৪৬ ডলারে পৌঁছেছে, যা ৯ জুনের পর সর্বনিম্ন।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
সোমবার (২৩ জুন) রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার এ ঘোষণার পরই বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।
তেলের দামের এই পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নের আশঙ্কা কমে যাওয়াকে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিরতির ঘোষণার ফলে তেল রপ্তানিতে কোনো বাধা আসার সম্ভাবনা আপাতত নেই বলেই বিনিয়োগকারীদের আশ্বাস মিলেছে।