তেহরানের এসলামশাহরে বিস্ফোরণ, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় এলাকা এসলামশাহরে শনিবার (২৮ জুন) বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। একইসঙ্গে সক্রিয় হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের ভিত্তিতে এই তথ্য নিশ্চিত করেছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় আকাশে আলোর ঝলকানি এবং দফায় দফায় বিস্ফোরণের শব্দ দেখা ও শোনা গেছে।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
এখনও পরিষ্কার নয় কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা। ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
তবে এমন সময় এই বিস্ফোরণের খবর এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে যদিও উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় গত মঙ্গলবার।
তবে এরপরও ইরান আশঙ্কা প্রকাশ করেছে যে, ইসরায়েল যেকোনো সময় নতুন করে হামলা চালাতে পারে।
এছাড়াও ইরান অভিযোগ করেছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির বিরুদ্ধে হত্যাচেষ্টায় লিপ্ত রয়েছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতি ও এর সঙ্গে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে ইরানি সামরিক বাহিনী ও সরকার এখনো কোনো মন্তব্য করেনি।
তবে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও টানটান উত্তেজনারই প্রতিফলন।