ইসরায়েলে একের পর এক রকেট হামলা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৫ | আপডেট: ৬:১৮ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলে একের পর এক রকেট হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এসব রকেট হামলা উত্তর গাজা থেকে চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক্সে দেওয়া এক পোস্টে জানায়, “স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সক্রিয় সতর্কতা কার্যকর হওয়ার পর, বিমান বাহিনী উত্তর গাজা উপত্যকা থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করেছে।”

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গাজা সীমান্তের নিকটবর্তী শহর সেডেরোট এবং ইবিম এলাকায় সাইরেন বাজানো হয়। এ বিষয়ে আইডিএফ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) রাতে ইয়েমেনের হুতি যোদ্ধারাও ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার আগে সারাদেশে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং হুমকি প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানানো হয়েছে।