গাজায় একদিনে ৮৬ নিহত, মোট মৃত্যু ছাড়াল ৬২ হাজার ৭০০
ছবিঃ সংগৃহীত
গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় নতুন করে আরও ৮৬ জন নিহত এবং অন্তত ৪৯২ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার এ ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জন বিমান হামলায় এবং ২৮ জন খাদ্য সংগ্রহের সময় গুলিতে প্রাণ হারান।
আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে ১৫ মাস ছাড়িয়েছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।





