ইরান-ওমান সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:০১ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ মো’মেনি বলেছেন, ইরান ও ওমানের সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ও ঘনিষ্ঠ, এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত করার সম্ভাবনা অত্যন্ত বেশি।

তিনি সোমবার (২৭ অক্টোবর) তেহরানে ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ হামুদ বিন ফয়সাল আল-বুসাইদির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। আল-বুসাইদি ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন–এর সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ইরান সফর করছেন।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা সম্ভব। আমাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে।

ওমানের স্বরাষ্ট্রমন্ত্রীও একই মত প্রকাশ করে বলেন, ওমান ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই অসাধারণ ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও দৃঢ় হচ্ছে।

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন

তিনি আরও বলেন, এই সফরের মূল লক্ষ্য তেহরান ও মাসকাটের সম্পর্ককে আরও শক্তিশালী করা।

১৫ বছর পর ইরান আবারও ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন–এর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই বৈঠক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ইরানি নীতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

এর আগে সোমবার, ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির সঙ্গেও বৈঠক করেন।

সূত্র: মেহের নিউজ