তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে পাঁচদিনের আলোচনার পর সীমান্ত উত্তেজনা কমিয়ে যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, আসন্ন ৬ নভেম্বর আবারও দুই দেশের প্রতিনিধি দল ইস্তাম্বুলে বৈঠকে বসবে এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের শর্তগুলো নিয়ে আলোচনা চলবে। এর আগে পর্যন্ত যেন কোনো সংঘাত না ঘটে—সে বিষয়ে সতর্ক থাকতে উভয় দেশ সমঝোতা করেছে।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ডুরান্ড লাইনে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও জটিল হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। তবে আফগান প্রশাসন সব অভিযোগ অস্বীকার করে আসছে।

সম্প্রতি কাবুলে পাকিস্তানের বিমান হামলায় টিটিপি নেতাদের নিহত হওয়ার পর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি ও পাল্টা হামলার ঘটনা বাড়ে। এ সংঘাতে ২০০-র বেশি আফগান সেনা এবং ২৩ জন পাকিস্তানি সেনা প্রাণ হারায়।

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহা ও ইস্তাম্বুলে একাধিক দফা আলোচনার পর অবশেষে যুদ্ধবিরতি বজায় রাখায় সম্মত হলো দুই দেশ।