মাদুরোকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ত্যাগ করে বিদেশে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার মধ্যে হওয়া একটি বিরল ফোনালাপে ট্রাম্প এ বার্তা সরাসরি দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম *মিয়ামি হেরাল্ড*।
রোববার ট্রাম্প স্বীকার করেন যে তাঁর সঙ্গে মাদুরোর কথা হয়েছে। তবে তিনি আলাপের বিবরণ প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এটি ছিল শুধু একটি ফোনকল—ভালো না খারাপ, সেটা আমি বলব না।
আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের সরাসরি বার্তা: ‘দেশ ছাড়ুন, পরিবারকে বাঁচান
মিয়ামি হেরাল্ড–এর বরাতে জানানো হয়, গত ২১ নভেম্বর হওয়া ওই কথোপকথনে ট্রাম্প মাদুরোকে স্পষ্টভাবে জানান যে নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে এখনই ক্ষমতা ছাড়াই উত্তম। তাঁর ভাষায়,
আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন
আপনি নিজেকে ও আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন—শুধুমাত্র যদি এখন পদত্যাগ করেন।
তবে মাদুরো এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। বরং তিনি রাজনৈতিক ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে চান বলে জানান।
দ্বিতীয়বার কথা বলতে চাইলেও সাড়া মেলেনি
ফোনালাপের পর দুই নেতার আর কোনো যোগাযোগ হয়নি। এর মধ্যে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দিলে মাদুরো আবারও কথা বলতে আগ্রহ দেখালেও ট্রাম্প তাতে সাড়া দেননি।
প্রতিবেদনে বলা হয়, ওই ফোনালাপ আয়োজনের পেছনে ভূমিকা রাখে ব্রাজিল, কাতার ও তুরস্ক।
মাদুরোর বক্তব্য
গত সোমবার সমর্থকদের সামনে ভাষণে মাদুরো অভিযোগ করেন, ভেনেজুয়েলাকে “বশ্যতা মেনে চলার পথে ঠেলে দেওয়া” হচ্ছে। তিনি বলেন, জনগণ কোনো ধরনের দাসত্বের শান্তি মেনে নেবে না।
বিশ্লেষকদের ধারণা
ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়তে বললেও তাঁকে অপসারণে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নেবে—এমন সম্ভাবনা কম বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
সূত্র: মিয়ামি হেরাল্ড





