ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সকালবেলা আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে হালকা এই কম্পনটি হয়। ইন্ডিয়ান সেন্টার অফ সিসমোলজি নিশ্চিত করেছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।

ইউরো-মেডিটেরিনিয়ান সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী অঞ্চল। তারা জানায়—উৎপত্তি হয়েছে টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন বিভাগও ঘটনাটি নিশ্চিত করেছে। বিভাগের কর্মকর্তা রুবাঈয়্যাত কবীর জানান, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। তিনি বলেন, “মাত্রা তুলনামূলক কম হওয়ায় এটি একটি মৃদু ভূমিকম্প হিসেবে ধরা হয়।”

এর দুই দিন আগেও, সোমবার দিবাগত রাতে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রাত ১২টা ৫৭ মিনিটে স্থানীয় বাসিন্দারা কম্পন টের পেয়েছিলেন বলে জানান।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

বারবার ভূমিকম্পের এ অনুভূতি দেশে ভূ-তাত্ত্বিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।