ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:২১ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলকে কেন্দ্র করে আবারও কড়া বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, এ অঞ্চল নিয়ে মস্কো কোনো ধরনের আপস করবে না।

পুতিন বলেন, ডনবাসকে আমরা যেকোনোভাবে স্বাধীন করব। হয় শক্তি প্রয়োগের মাধ্যমে, নয়তো ইউক্রেনীয় সেনারা স্বেচ্ছায় সরে যাবে।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

বর্তমানে ডনবাসের প্রায় ৮৫ শতাংশই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহুদিন ধরে বলে আসছেন যে তারা দেশের সীমান্ত বা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় দেবেন না।

আরও পড়ুন: পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি

পুতিনের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র দাবি করছে যে রুশ প্রেসিডেন্ট “যুদ্ধ থামাতে চান”। এর আগে মার্কিন আলোচকরা রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। একই সময়ে পুতিনের সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ।

ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গেও উইটকোফের বৈঠক হওয়ার কথা রয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাব সম্পর্কে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে, তার কিছু অংশে রাশিয়ার সম্মতি আছে এবং কিছু অংশ নিয়ে আপত্তি রয়েছে। তবে কোন কোন বিষয় নিয়ে আপত্তি, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সম্প্রতি সামরিক অভিযানে রাশিয়া কিছু ‘সাফল্য’ অর্জন করেছে বলে দাবি করছে মস্কো। বিশ্লেষকদের মতে, এসব অবস্থানই পুতিনকে আরও দৃঢ় করেছে।

গত ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্র প্রথম শান্তি-চুক্তির প্রস্তাব দেয়। এতে ২৮টি দফা ছিল। এর অন্যতম একটি শর্ত—ডনবাসে যেসব এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলো রাশিয়ার হাতে তুলে দিতে হবে। এই শর্তের তীব্র বিরোধিতা করে কিয়েভ ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ। পরে ইউক্রেন আলোচনার চাপের মুখে প্রস্তাবের কিছু দফায় পরিবর্তন আনার চেষ্টা করে।