বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিং সমিতি ঢাকার উদ্যোগে আজ রোববার (৩১ মার্চ) অফিসার ক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহের সন্তান ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান।
বৃহত্তর ময়মনসিং সমিতির মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হারুন অর রশিদের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সংসদ সদস্য, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ঢাকার বিশিষ্ট লোকজন অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি
ইফতার মাহফিলের আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে দেশ জাতি ও বৃহত্তর ময়মনসিংহের কল্যাণ উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।