জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সফল : আইজিপি

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ১৭ মে ২০২৪ | আপডেট: ৬:১১ পূর্বাহ্ন, ১৮ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুরোপুরি সফল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, দেশের সব ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এখন পুলিশের নিয়ন্ত্রণে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলাবিশিষ্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন।

পুলিশবাহিনীর সদস্যদের দেশ-বিদেশে ট্রেনিং দিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলেছেন। এর ফলে দেশে যে কোনো ঘটনা ঘটলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ তাৎক্ষণিক সেটার ব্যবস্থা নিতে পারে ও ঘটার কারণ উদঘাটন করতে পারে।

আরও পড়ুন: ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর চন্দ্র রায়

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। তবে পুলিশের জন্য এটা ব্যয় নয়; বিনিয়োগ।

কারণ পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি করলে পুলিশ তার দায়িত্ব সত্য ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবে। সেই সাথে সারাদেশের মানুষ পুলিশের সেবা থেকে উপকৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।