“ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ”: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৫ | আপডেট: ৫:৪৮ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকে আমানত রাখা জনগণের টাকা সুরক্ষিত রাখতে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি জানান, দেশের কিছু খারাপ অবস্থায় থাকা ব্যাংক পুনর্বাসনের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংক এর একটি বড় উদাহরণ।

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস

ড. সালেহউদ্দিন বলেন, “যারা বিভিন্ন ব্যাংকে টাকা রেখেছেন, তাদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংক রেজ্যুলেশন অ্যাক্ট অনুযায়ী, এটিই প্রথম শর্ত। কারও টাকা নষ্ট হবে না, তবে কিছুটা সময় লাগতে পারে।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা-পয়সা নিয়ে দেশ ছেড়েছেন। এটি এমন এক ঘটনা, যা পৃথিবীর কোনো সভ্য দেশে ঘটে না।”

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

এ সময় তিনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চলমান সমস্যার কথা তুলে ধরে বলেন, ব্যবসায়ী ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। এনবিআরের কাঠামো ও নীতির সংস্কারে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তারা আলোচনার ভিত্তিতে করণীয় নির্ধারণ করে সুপারিশ পেশ করবেন।

বিনিয়োগ বিষয়ে তিনি বলেন, “চলতি অর্থবছরের বাজেটে আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার ট্যারিফ ডিভিশনের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিভিন্ন ছাড়পত্র ও অনুমোদনপ্রক্রিয়াকে কেন্দ্রীয়করণের কাজ চলছে, যাতে একজন বিনিয়োগকারীকে ১০-১২ জায়গায় ছুটোছুটি না করতে হয়।”

সভায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।