শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের প্রত্যাহার

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম। এই সিদ্ধান্ত আসে একদিন পরেই, যখন রাষ্ট্রীয় শোক দিবসের দিন (২১ জুলাই) এইচএসসি পরীক্ষা নেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতা ও বিতর্ক তৈরি হয়। ওইদিন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও পরীক্ষা স্থগিত না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও উপদেষ্টার পদত্যাগ দাবি করে। একপর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে বহু শিক্ষার্থী আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়, যার ফলে ব্যাপক জনমত সৃষ্টি হয়।
উল্লেখ্য, সিদ্দিক জোবায়েরকে গত বছরের ১৪ অক্টোবর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
বর্তমানে নতুন সচিব নিয়োগ না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।