গুলশানে চাঁদাবাজির সময় আটক সমন্বয়ক রিয়াদসহ চারজন ৭ দিনের রিমান্ডে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ৪:০৪ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন—‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. ইব্রাহিম হোসেন। গুলশান থানা পুলিশ তাদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।

আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

মামলায় বাদী শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর অভিযোগ করেন, ১৭ জুলাই আসামিরা বাসায় গিয়ে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে বাধ্য হয়ে নগদ ১০ লাখ টাকা দেন। এরপর আবারও টাকা চেয়ে হুমকি দেওয়ায় তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।

মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি রিয়াদ ছাড়াও রয়েছেন কাজী গৌরব অপু, যিনি এখনও পলাতক।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির