বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৫৬ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ তার ভূখণ্ডে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেবে না।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই। আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

প্রায় ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান শুল্ক সংক্রান্ত আলোচনা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের পূর্ণ সমর্থনের কথা জানান। তিনি বলেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে তারা আশাবাদী।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য-নির্মাণ কমিশনের অগ্রগতির বিষয়েও অবহিত করেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি কমিশন চমৎকার কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন।”

উল্লেখ্য, জাতীয় ঐক্যমত্য-নির্মাণ কমিশন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার মাধ্যমে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।