আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত

আন্তঃদেশীয় অপরাধ, সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচার প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ পুলিশ ও রয়েল মালয়েশিয়া পুলিশ। বুধবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে বাংলাদেশ পুলিশের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। অন্যদিকে, মালয়েশিয়া রয়েল পুলিশের পক্ষে নেতৃত্ব দেন দেশটির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ রাযাক (Mr. Azman Bin Abd Razak)। মালয়েশিয়া থেকে আগত সাত সদস্যের একটি প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
আইজিপি বাহারুল আলম বৈঠকের শুরুতে মালয়েশিয়ান প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচারসহ বিভিন্ন ট্রান্সন্যাশনাল অপরাধ বিষয়ে আলোচনা করেন এবং এসব বিষয়ে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। ভবিষ্যতেও দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী
বৈঠকে আরও উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম; স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ পুলিশ মিডিয়া অ্যান্ড পিআর শাখার এআইজি এই বৈঠক ও সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।