ধানের শীষে ভোট চেয়ে মুড়াপাড়ায় উঠান বৈঠক

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাছুমপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া। সঞ্চালনায় ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মো. তারিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ, সহ-সভাপতি মমিন ভূঁইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান আলী, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম (মাসুম মেম্বার), মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা ওলামা দলের সভাপতি হাজী আ. মতিন, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য এ কে বাবু ও এনামুল হক, রূপগঞ্জ থানা ওলামা দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলম হোসেন, রোমান, সজিব, হিমেল, দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, আমজাদ, শাকিল খানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ, যিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

তারা আরও বলেন, নির্বাচনের আগে যেমন তিনি জনগণের পাশে ছিলেন, নির্বাচনের পরেও তিনি রূপগঞ্জবাসীর পাশে থেকে এলাকার সমস্যা সমাধান, উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবেন। তাই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করার আহ্বান জানান।